হায়দরাবাদ: ‘চরিত্র খারাপ’। এই সন্দেহে ১৩ বছরের মেয়ের মাথা দেওয়ালে ঠুকে খুন করল বাবা। তেলঙ্গানার নালগোন্ডায় এই ঘটনা ঘটেছে। গ্রেফতার অভিযুক্ত। পুলিশ মৃত কিশোরীর মাকে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, তিরেদু গ্রামের ওই কিশোরী গায়িকা হতে চেয়েছিল।কিন্তু মেয়ের সেই স্বপ্ন আদৌ পছন্দ ছিল না বাবার। সপ্তাহ দুয়েক আগে বাবা ও মেয়ের মধ্যে তা নিয়ে বচসা হয়েছিল। তারপর থেকেই বাবা চিন্না নরসিমা মেয়ের ওপর কড়া নজর রেখে চলছিল।
গত ১৫ সেপ্টেম্বর স্কুল থেকে ফিরে সপ্তম শ্রেণীর ওই ছাত্রী বাড়ির দরজা বন্ধ দেখতে পেয়ে স্কুলব্যাগ রেখে কাকার বাড়িতে যায়। এরমধ্যে নরসিমা ও তার স্ত্রী লিঙ্গাম্মা বাড়িতে ফিরে আসে। মেয়েকে দেখতে না পেয়ে নরসিমা খোঁজাখুঁজি শুরু করে। সেই সময় মেয়েকে একটি ছেলের সঙ্গে কথা বলতে দেখে সে। মেয়ে বাড়ি ফিরে এলে কার সঙ্গে সে কথা বলছিল তা জানতে চায় নরসিমা। মেয়ে প্রশ্নের জবাব উদ্ধতভাবে দেওয়ায় রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে নরসিমা। মেয়ের গলা ধরে তার মাথা দেওয়ালে সজোরে ঠুকে দেয় সে। এতেই ওই কিশোরীর মৃত্যু হয়।
এরপর নরসিমা মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই বাড়ি থেকে আগুন বেরোতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
গ্রামের রাজস্ব আধিকারিক থানায় অভিযোগ দায়ের করেন। তিনি সন্দেহ প্রকাশ করেন যে, এটি আত্মহত্যার ঘটনা নয়। তার বাবা-মা পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের না করেই শেষকৃত্য সম্পন্ন করতে জোরাজুরি করছিল।
পুলিশের জেরায় নরসিমা ও তার স্ত্রী দাবি করে যে, তাদের মেয়ে আত্মহত্যা করেছে। পরে জেরায় ভেঙে পড়ে খুনের কথা কবুল করে।
পুলিশ জানিয়েছে, নরসিমা মেয়ের চরিত্র সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছিল। তার সন্দেহ ছিল যে, মেয়ে কারুর সঙ্গে মাঝেমধ্যেই কথা বলে।
‘চরিত্র খারাপ’ সন্দেহে ১৩ বছরের মেয়েকে খুন করল বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2017 09:57 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -