নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক জার্মান পড়ুয়ার সামনে হস্তমৈথুন করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃতের নাম তরুণ (৩২)। তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে খবর, ৩৩ বছর বয়সি ওই জার্মান মহিলা পিএইচডি করছেন। তিনি দিল্লির গ্রেটার কৈলাশ অঞ্চলে থাকেন। বৃহস্পতিবার দুপুর ২.৪৫ মিনিটে তিনি কুকুরকে নিয়ে হাঁটছিলেন। সেই সময় তিনি দেখতে পান, ওই যুবক অদ্ভুতভাবে তাকিয়ে আছে। গ্রাহ্য না করে এগিয়ে যান ওই মহিলা। কিন্তু তিনি ওই যুবকের কাছাকাছি যেতেই সে প্যান্টের চেইন খুলে হস্তমৈথুন শুরু করে দেয়। ওই মহিলা চিৎকার শুরু করতেই সে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে তার গাড়ির ছবি তুলে নেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতেই গতকাল ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।