পুনে: ২,১০০ জনকে জাল এইচএমটি ঘড়ি বিক্রির অভিযোগে গ্রেফতার হল ১ জন। শুধু জাল ঘড়িই নয়, আমেরিকান ডায়মন্ড বলে সস্তার ঝুটো চেনও বিক্রি করেছে সে।
ধৃতের নাম বালাজি রামচন্দ্র মাড্ডিপাতলা। সেপ্টেম্বর মাসে বৈদিক বাজার নামে একটি কোম্পানি খোলে সে। এরই মধ্যে সে ঠকিয়ে ফেলেছে ২০০০-এর বেশি মানুষকে।
বালাজি রোজ সকালে একে তাকে ফোন করে বলত, তাঁর ফোন নম্বর লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছে, একটি এইচএমটি ঘড়ি ও একটি আমেরিকান ডায়মন্ড চেন ব্যাপক সস্তায় পাবেন তিনি। ঘড়ি আর চেনের দাম সর্বমোট ১,৮৯৯ টাকা, তাঁকে দেওয়া হচ্ছে মোটে ৫৫০ টাকায়।
অনেকেই এই টোপ গিলেছিলেন। এমনই এক খদ্দের মহেন্দ্র সোনাওয়ানে দেখেন, ঘড়ির গায়ে খুদে খুদে অক্ষরে লেখা এইচডব্লিউটি, এইচএমটি নয়। পাশাপাশি সদ্য কেনা চেনের আমেরিকান ডায়মন্ডগুলোও আসল নয়, জাল। সব মিলিয়ে দুটো জিনিসের দাম ১৪০ টাকার বেশি নয়। এরপরই পুলিশে অভিযোগ করেন তিনি।
বালাজির কাছ থেকে ৬৫০ জাল ঘড়ি উদ্ধার করেছে পুলিশ, পাওয়া গিয়েছে সমসংখ্যক জাল আমেরিকান ডায়মন্ডের চেন, বাজারে সর্বমোট দাম ৯০,০০০ টাকা।
গত বছর দেশের প্রাচীনতম ঘড়ি প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্থান মেশিন টুলস বা এইচএমটির তিনটি কোম্পানি বন্ধ করার সিদ্ধান্তে সিলমোহর দেয় কেন্দ্র। এই সংস্থার ঘড়ি এইচএমটি বহু বছর ধরে অত্যন্ত জনপ্রিয় ছিল ক্রেতাদের মধ্যে।
২,০০০-এর বেশি ক্রেতাকে বিক্রি করেছে জাল এইচএমটি ঘড়ি, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2017 01:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -