নাসিক: পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ করল বাবা আর ছেলেকে বাঁচাতে নাতনিকে খুন করল ঠাকুমা! অবিশ্বাস্য মনে হলেও, এমনই ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার জাভুলেক-বাণী গ্রামে। অভিযুক্ত মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

কলওয়ান ডিভিশনের ডিএসপি দেবীদাস পাতিল জানিয়েছেন, শুক্রবার রাতে এই নৃশংস ঘটনা ঘটেছে। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মেয়েকে ধর্ষণ করে সচিন শিন্ডে। সেই সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। সচিনের মা অনসূয়া ছেলের কুকীর্তি দেখেও বাধা দেয়নি। উল্টে সে ছেলের কুকর্ম চাপা দেওয়ার জন্য ধর্ষিতা নাতনিকে শ্বাসরোধ করে খুন করে। এরপর সে মৃতদেহটি তাদের বাড়ির কাছেই একটি স্কুলের পাশে ফেলে দেয়।

নিজের এবং ছেলের অপরাধ যাতে প্রকাশিত না হয়, তার জন্য থানায় গিয়ে নাতনিকে অপহরণ করে খুন করা হয়েছে বলে ভুয়ো অভিযোগ দায়ের করে অনসূয়া। তদন্তে নেমে কুকুরের সাহায্যে অসঙ্গতির কথা জানতে পারে পুলিশ। এরপর সচিন ও অনসূয়াকে জেরা শুরু হয়। তারা অপরাধের কথা স্বীকার করে। সচিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। অনসূয়ার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।