পানাজি: দিনকয়েক আগে গোয়ায়  নামী পারফিউম স্পেশালিস্ট মনিকা ঘুরদের রহস্যজনক খুনের ব্যাপারে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল একজনকে। গতকাল গভীর রাতে বেঙ্গালুরু পুলিশের সহায়তায় রাজকুমার সিংহ নামে পঞ্জাবের লোকটিকে ধরে গোয়া পুলিশ। তাকে গোয়ায় নিয়ে আসা হচ্ছে। পানাজির কাছে ভাড়া করা ফ্ল্যাটে সম্প্রতি উদ্ধার হয় মনিকার নগ্ন দেহ। স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গিয়ে গত জুলাই থেকে সেখানে থাকছিলেন তিনি। তাঁকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ময়না  তদন্তে প্রকাশ। তবে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা পরিষ্কার হয়নি।

বিস্তারিত তথ্য না দিলেও জনৈক পুলিশ অফিসার জানান, মহারাষ্ট্র, কর্নাটক হয়ে যাওয়ার সময়  অভিযুক্ত রাজকুমারের এটিএম লেনদেনের ওপর নজর রেখে তার গতিবিধি বুঝে নিচ্ছিলেন তাঁরা। মনিকাকে খুনের পর তাঁর এটিএম কার্ড ও মোবাইল হাতিয়ে নিয়েছিল সে। কর্নাটক ঢোকার আগে মীরাজ (সাংলি জেলা) ও নাসিক সহ মহারাষ্ট্রের একাধিক এটিএম থেকে ওই কার্ড ব্যবহার করে টাকা তুলে নেয় সে।

এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, খুন হওয়ার কয়েক ঘণ্টা আগে মুম্বই-নিবাসী ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন মনিকা। পুলিশ সুপার (নর্থ) উমেশ গাঁওকর বলেন, ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আনন্দ তাঁকে ফোন করেছিলেন। মনিকা তাঁকে জানিয়েছিলেন, কিছুক্ষণ বাদে তিনি বেরবেন। ওটাই কারও সঙ্গে তাঁর শেষ ফোনালাপ। মনিকার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে জানান তিনি। তদন্তে আরও প্রকাশ, ৫ অক্টোবর দুপুরে এক প্রথম সারির ব্যবসায়ী মনিকাকে তাঁর ফ্ল্যাট থেকে ৫ কিমি দূরে একটি কফি শপে দেখেছিলেন বলে দাবি করেছেন।  কিন্তু ঘটনা হল, ওই  কফি শপে সিসিটিভি ক্যামেরা নেই বলে জানান পুলিশ সুপার।