নয়াদিল্লি: রাজধানীতে বিজেপি কার্য্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। দলের নেতাদের নিশানা করে জুতো ছুঁড়লেন এক ব্যক্তি। ঘটনার সময় বিজেপি নেতাদের সাংবাদিক সম্মেলন চলছিল। আচমকা জুতো ছোঁড়েন নিজেকে পেশায় ডাক্তার বলে দাবি করা ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন বিজেপি দপ্তরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। তাঁকে ঘিরে ধরে তাঁরা পুলিশের হাতে তুলে দেন। ওই ডাক্তারের পরিচয় জানা গিয়েছে। তিনি শক্তি ভার্গব। কেন তিনি এমন আচরণ করলেন, এখনও সে ব্যাপারে কিছু জানা যায়নি।
তবে একটি সূত্রে প্রকাশ, তিনি নিজের হাসপাতাল বন্ধক রেখে সেলস ডিডের বদলে তিনটি বাংলো কেনেন। সম্পত্তি কেনাবেচার মাধ্যমে বেআইনি ভাবে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে আয়কর তল্লাসি হয়েছে।
জুতো ছুঁড়ে মারার ঘটনার সময় বিজেপির দুই নেতা ভূপেন্দ্র যাদব ও জিভিএল নরসিমা রাও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর সহ হিন্দুত্ববাদী লোকজনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের করে হেনস্থার অভিযোগে কংগ্রেসকে দায়ী করেন রাও।
দিল্লিতে বিজেপি সদর দপ্তরে সাংবাদিক বৈঠকের মধ্যে জুতো ছুঁড়লেন ‘ডাক্তার’!
Web Desk, ABP Ananda
Updated at:
18 Apr 2019 02:24 PM (IST)
জুতো ছুঁড়ে মারার ঘটনার সময় বিজেপির দুই নেতা ভূপেন্দ্র যাদব ও জিভিএল নরসিমা রাও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর সহ হিন্দুত্ববাদী লোকজনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের করে হেনস্থার অভিযোগে কংগ্রেসকে দায়ী করেন রাও।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -