কেওনঝাড়: বিবাহ-বহির্ভূত সম্পর্ক জড়িয়ে চলছিল যে পুরুষের সঙ্গে, তারই গোপনাঙ্গ কেটে দিলেন এক মহিলা। কেওনঝাড়ের বাদাউয়াগান গ্রাম থেকে এমন ঘটনার খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ডিএসপি জেমস টোপ্পো। ঘটনাটি বুধবার রাতের। রাজেন্দ্র নায়েক নামে জখম ব্যক্তির কটকের এক হাসপাতালে চিকিত্সা চলছে। তাঁর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিকে ২৪ বছরের ওই বিবাহিত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। কমলা পাত্র নামে অভিযুক্ত মহিলা অভিযোগ স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার হয়েছে।
মহিলার স্বীকারোক্তি উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, ঝরাবেড়া গ্রামের বাসিন্দা রাজেন্দ্র চেন্নাইয়ে এক বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর সঙ্গে কমলার বিবাহিত বহির্ভূত সম্পর্ক ছিল বলে চেন্নাই থেকে বাড়ি ফিরলেই তাঁর বাড়ি যেতেন তিনি। মঙ্গলবার চেন্নাই থেকে ফিরে বুধবার তিনি কমলার বাড়ি যান। কমলা নিজের সম্পর্কে রাজেন্দ্রর কিছু মন্তব্যে রেগে যান। দুজনের কথাকাটাকাটি হয়। পরে ঘুমন্ত রাজেন্দ্রর গোপনাঙ্গ ধারালো অস্ত্রের আঘাতে কেটে দেন কমলা। মারাত্মক জখম অবস্থায় রাজেন্দ্রকে কেওনঝাড় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পাঠানো হয় কটকে।