চেন্নাই: আত্মহত্যা করতে গিয়ে ‘হত্যা’ করে বসলেন এক ব্যক্তি!
এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে চেন্নাইতে। খবরে প্রকাশ, পেশায় অটোরিক্সা চালক ৩৭ বছরের সেলভামুরুগণ আত্মহত্যা করার জন্য একটি তিনতলা বাড়ির ছাদে ওঠেন।
তিনি যেখান থেকে আত্মহত্যা করার জন্য লাফ মারেন, ঠিক সেই জায়গায় বাড়ির নীচে ফুটপাথের ওপর শুয়ে ছিলেন বছর ৭৫-এর এক বৃদ্ধা।
কিন্তু, সেটা জানা ছিল না সেলভামুরুগণের। তিনি লাফ মেরে সোজা গিয়ে পড়েন সারদা নামে ওই বৃদ্ধার ওপর।
নিমেষে বৃদ্ধার আর্তনাদে জেগে ওঠেন আশেপাশের লোকেরা। দুজনকেই প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই মারা যান সারদা। অন্যদিকে, সেলভামুরুগণের মাথায় ও পায়ে গুরুতর চোট লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, লাফ মারার আগে রাতে মদ্যপান করেছিল ওই ব্যক্তি। স্ত্রী ও ভাইয়ের সঙ্গে ঝগড়াও হয়েছিল। এমনকী, আত্মহত্যা করার হুমকি দিয়েছিল সেলভামুরুগণ।
পুলিশের দাবি, সেলভামুরুগণ হামেশাই আত্মহত্যার হুমকি দিত বলে এদিন তাঁর কথায় আমল দেননি তাঁর স্ত্রী।
পুলিশ সেলভামুরুগণের বিরুদ্ধে মামলা রুজু করেছে।
ঝাঁপ মেরে আত্মহত্যা হল না, যুবক পড়ল গায়ের ওপর, মৃত্যু বৃদ্ধার
Web Desk, ABP Ananda
Updated at:
30 Aug 2016 11:27 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -