নয়াদিল্লি: বছর দুই আগে মোবাইলে মিসড কল থেকে আলাপ হয়েছিল দুজনের। তারপর থেকে নিয়মিত ফোনে কথাবার্তা। রাজা নামের এক ফল বিক্রেতার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল দুই সন্তানের জননীর।  কিন্তু এরইমধ্যে ঘটনা অন্যদিকে মোড় নিল। বিয়ের জন্য ওই মহিলাকে চাপ দিতে শুরু করল ২২ বছরের রাজা। কোনও কিছুতেই কাজ না হওয়ায় শেষপর্যন্ত মহিলার দুই সন্তানকে অপহরণ করল রাজা। কিন্তু শেষরক্ষা হল না। গাজিয়াবাদ থেকে রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মহিলার আট ও দশ বছরের দুই সন্তানকে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর-পূর্ব) একে সিংলা এ কথা জানিয়েছেন। দিল্লির জাফরাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। গত ১৮ জুলাই ওই দুই শিশুর বাবা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁর দুই সন্তানকে স্কুল থেকে অপহরণ করা হয়েছে। পুলিশকে তিনি জানান যে, এই ঘটনায় তাঁর স্ত্রীর বন্ধু রাজা জড়িত বলে তাঁর সন্দেহ। এরপর অভিযুক্তর ফেসবুক অ্যাকাউন্ট ট্রাক করে তার হদিশ পায় পুলিশ।