ঔরঙ্গবাদ : বিহারের ঔরঙ্গবাদে একজনকে খুন ও ১০টি গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। শনিবার রাতে দেও পুলিশ স্টেশনের অন্তর্গত সুডি বিহাগা গ্রামে হামলা চালায় মাওবাদীরা।


নরেন্দ্র সিংহ নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে ওই মাওবাদী দলটি। পুলিশ সূত্রে খবর, নরেন্দ্র সিংহ, বিহার বিধান পরিষদের সদস্য রাজন কুমার সিংহের সম্পর্কে কাকা ছিলেন। তার বাড়িতে রাখা ৩টি ট্রাকটর সহ ১০ টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা।

পুলিশ সুপার সত্য প্রকাশ জানান মাওবাদীরা ওই গ্রামের ধনঞ্জয় সিংহ নামে এক ব্যক্তির বাড়িতেও আগুন লাগিয়ে দেয়। হামলার খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী গ্রামে গিয়ে পৌছাঁন। বেশ কয়েক রাউন্ড গুলি চলে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে। এরপর মাওবাদীরা গ্রাম থেকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে শীর্ষ পুলিশ কর্তারা ও কমান্ড্যান্ট সৌরভ চৌধুরী ওই গ্রামে গিয়ে রয়েছেন। গ্রামে চিরুনী তল্লাশি চালাচ্ছে পুলিশ, এমনটাই বলেন পুলিশ সুপার।