ভাদোহি:  ফের মোবাইল ব্যবহার করতে গিয়ে অন্যমনস্ক তরুণ। আর সেই অন্যমনস্কতাই কেড়ে নিল তরুণের জীবন। ঘটনাটি ঘটেছে ভাদোহির সূর্ভায়া স্টেশনে।

প্রতাপগড়-বারাণসী প্যাসেঞ্জার ট্রেনের দরজার ধারে বসে যাচ্ছিলেন ২৩ বছরের তরুণ। মোবাইলে মগ্ন তরুণ বুঝতেই পারেননি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। যেমুহূর্তে প্ল্যাটফর্মে ঢোকে ট্রেন তখনই ধাক্কা খেয়ে ট্র্যাকে পড়ে যায় সেই তরুণ। তারপর হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তাঁকে কিছুটা টেনে নিয়ে যায় ট্রেনটি। তারপর তাঁকে ট্র্যাক থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।