নয়াদিল্লি: বন্ধুর বোন সম্পর্কে কটূক্তি করার অপরাধে দক্ষিণ-পূর্ব দিল্লির জায়িতপুরে ২১ বছরের এক তরুণকে ছুরি মেরে হত্যা করা হল। ঘটনায় তরুণের দুই অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত গতকাল। সানি এবং চাঙ্গা নামের দুই তরুণের সঙ্গে বচসা শুরু হয় আসিফ নামের এক তরুণের। ঝগড়ার সময় আচমকাই অপর এক তরুণের বোন সম্পর্কে কটূক্তি করেন আসিফ। মাথা মারাত্মক গরম হয়ে যায় চাঙ্গা এবং সানির। মেজাজ হারিয়ে আসিফকে একাধিকবার ছুরিকাঘাত করে দুই তরুণ। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই তরুণ। গুরুতর জখম অবস্থায় আসিফকে উদ্ধার করে অপর দুই বন্ধু। তাঁরাই আক্রান্ত তরুণকে বাড়ি পৌঁছে দেন।
এরপরই আসিফকে এইমসে নিয়ে গেলে, সেখানকার চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে অভিযুক্ত সানিকে নয়াদিল্লি রেল স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হয়েছে চাঙ্গাও। আসিফের পরিবারের অভিযোগ একটি বচসাকে কেন্দ্রকে রবিবার আসিফকে এসে হুমকিও দিয়ে যায় দুই অভিযুক্ত।
বন্ধুর বোন সম্পর্কে কটূক্তি, ছুরি মেরে হত্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Nov 2017 03:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -