হায়দরাবাদ:  চলছিল বিয়ের রিসেপশন পার্টি। হাসি, মজা, গান, খাওয়াদাওয়া। আচমকাই খেতে বসে চিকেন কারি নিয়ে বাধে ঝামেলা। সেই সামান্য বচসা এতটাই মারাত্মক হয়ে যায়, যে এক ব্যক্তিকে খুন পর্যন্ত করা হল রাগের মাথায়। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ঘটনায় যাঁর মৃত্যু হয়েছে, তাঁর বয়স ২৮ বছর। একজনের জখম হওয়ার খবরও পাওয়া গিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আসফাক এবং তার বন্ধুদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আনোয়ার এবং সোহেল নামের দুই তরুণ। আচমকাই ছুরি নিয়ে আসফাকরা আনওয়ারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপরই মৃত্যু হয় আনোয়ারের। ঘটনাটি ঘটেছে রাত একটা থেকে দেড়টার মধ্যে।

ছুরির ঘায়ে জখম সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে দুটি দলের মধ্যে ঝামেলা হয়েছে, তারা পরস্পরের আত্মীয়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তদের খোঁজে রয়েছে পুলিশ।