মোবাইলের সিম কার্ড নিয়ে ভাই-বোনের ঝগড়া, রাগে দাদা খুন করলেন ভাইকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jul 2018 03:50 PM (IST)
মোগা: বোন মোবাইলের সিম কার্ড দিতে চাননি। সেই রাগে ভাই-বোনে মারাত্মক ঝগড়া হয়। বোনের সঙ্গে খারাপ ব্যবহার করায় রেগে যান বড় দাদা। রাগে অগ্নিশর্মা হয়ে ভাইকে খুন করে বসলেন দাদা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মোগা জেলার সানতোওয়ালা গ্রামে। গুরজিত সিংহকে হত্যা করেছেন তাঁর দাদা রাজিন্দার সিংহ। গুরজিত বোন পরমজিত কৌরের সঙ্গে সিম কার্ড নিয়ে ঝামেলা হওয়ার পর চড় মারেন তাঁকে। সেই রাগেই ভাইকে খুন করলেন দাদা। গুরজিত এবং পরমজিতের মধ্যে কথা কাটাকাটি এতটাই মারাত্মক আকার ধারণ করে যে ভাই-বোনকে কাকা নিজের বাড়ি নিয়ে যান। সেখানেই একটি হ্যান্ডপাম্প নিয়ে গিয়ে ভাইকে আক্রমণ করেন দাদা। তারপরই ঘটে যায় অঘটন। আহত গুরজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারপর তাঁকে ফরিদকোটের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল কলেজেই মৃত্যু হয় গুরজিতের। রাজিন্দারের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক।