হায়দরাবাদ: স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহের জেরে নৃশংস হত্যাকাণ্ড। বিদেশিনী স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে পুড়িয়ে দিল স্বামী। হায়দরাবাদে এই নারকীয় ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ৩০ বছরের স্ত্রীকে খুন করার অভিযোগে রূপেশ কুমার মোহনানি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০০৮-তে কঙ্গোতে সে দেশেরই তরুণী সিন্থিয়া ভেচেলকে বিয়ে করে রূপেশ। সে একটি বেসরকারি সংস্থার কর্মী।  হায়দরাবাদের গাচিবৌলিতে সপরিবারে থাকত সে। রূপেশ ও সিন্থিয়ার এক কন্যাসন্তানও রয়েছে। আর্থিক বিষয় নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত। রুপেশ সিন্থিয়ার চরিত্র নিয়েও সন্দেহ প্রকাশ করত। শামসাবাদ জোন পুলিশের  ডেপুটি কমিশনার সুনপ্রিত সিংহ এ কথা জানিয়েছেন।  তিনি বলেছেন, সিন্থিয়া ফেসবুকে বন্ধুদের সঙ্গে চ্যাট করতেন। আর এতেই স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করত রূপেশ। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হত। গত ৩ জুলাই রাত তিনটে নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর রাগের মাথায় রূপেশ স্ত্রীকে নৃশংসভাবে খুন করে।
তথ্যপ্রমাণ লোপাট করতে রূপেশ  ছুরি ও কুড়ুল দিয়ে স্ত্রীর দেহ টুকরো টুকরো করে কেটে একটি ব্যাগে ভরে ফেলে। এরপর গাড়িতে করে বাইরে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। কিন্তু মদনপল্লি গ্রামের বাসিন্দাদের চোখে ঘটনাটি ধরা পড়ে। তাঁরা অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।
২০১২ পর্যন্ত রূপেশ ও সিন্থিয়া কঙ্গোতেই থাকত। এরপর তারা ভারতে এসে হায়দরাবাদে থাকতে শুরু করে।  সিন্থিয়ার হত্যার বিষয়টি কঙ্গোর দূতাবাসকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার।