বলরামপুর:  ছেলে চাই, তাই নিজের একমাসের মেয়েকে খুন করলেন বাবা, সঙ্গ দিলেন পরিবারের অন্য সদস্যরা। এখানেই থামেনি অত্যাচার...মৃত শিশুর মাকে বেধড়ক মারা হয়েছে, ঘটনার প্রতিবাদ করার জন্যে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুরে। এলাকার অ্যাডিশনাল সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ শৈলেন্দ্র কুমার সিংহ জানিয়েছেন, ঘটনাটি গতকাল ঘটেছে।

বছর তিনেক আগে রাজেশ চৌহ্বান এবং সঙ্গীতার বিয়ে হয়। মাত্র একমাস আগেই তাঁদের প্রথম কন্যা সন্তান হয়। কিন্তু রাজেশের পরিবার ছেলে হবে ভেবেছিল। তার থেকেই অশান্তির সূত্রপাত। দম্পতির মধ্যে গত একমাসে এই নিয়ে হামেশাই ঝামেলা লেগে থাকত। গতকাল সেটা চরমে ওঠে।

প্রসঙ্গত, কোনও একটি বিশেষ কাজে গতকাল বাইরে গিয়েছিলেন সঙ্গীতা। বাড়ি ফিরে এসে সঙ্গীতা দেখেন, বাচ্চা মেয়েটি মারা গিয়েছে। এই ঘটনার প্রতিবাদ করায় সঙ্গীতাকে রাজেশ ও পরিবারের সদস্যরা বেধড়ক মেরে একটি ঘরে বন্ধ করে রাখে। বাচ্চাটির দেহ নিয়ে গিয়ে  পুঁতে দেওয়া হয়। পরে সঙ্গীতার অভিযোগের ভিত্তিতে রাজেশ ও পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। অপর অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বাচ্চাটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।