ইন্দৌর: ডাক্তারের চিকিত্সায় খুশি না হয়ে তাঁর স্ত্রীকে খুন! এমনই চাঞ্চল্যকর অভিযোগে গ্রেফতার রফিক রশিদ নামে ৪৫ বছর বয়সি অভিযুক্ত রোগী। বৃহস্পতিবারের ঘটনা। তুকোগঞ্জ থানার পুলিশ এ কথা জানিয়েছে। তার হামলায় জখম হয়েছে ডাক্তারের ছেলে।
ডাঃ রামকৃষ্ণ বর্মার তত্ত্বাবধানে চিকিত্সা করাচ্ছিলেন চর্মরোগে আক্রান্ত রশিদ। কিন্তু সম্ভবত, অসুখ না সারায় চিকিত্সা মনঃপুত হচ্ছিল না। অসন্তুষ্ট রশিদ এখানকার মালওয়া মিল এলাকায় বৃহস্পতিবার এ নিয়ে ডাঃ বর্মার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু তিনি শহরের বাইরে থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। ডাক্তারের স্ত্রী লতা বর্মা রশিদকে পরে আসতে বলেন। স্বামীর ডিসপেনসারিতে তাঁকে সাহায্য করেন তিনি। লতা দেবীর সঙ্গে কথা কাটাকাটি হয় রশিদের। অভিযোগ, উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই রশিদ ছুরি নিয়ে হামলা করে ৫০ বছরের লতাদেবীকে। তাঁকে বাঁচাতে ১৯ বছরের ছেলে অভিষেক সেখানে ছুটে এলে তাকেও ছুরি মারে রশিদ। মারাত্মক জখম মা, ছেলেকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লতাদেবীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে ঘোষণা করেন ডাক্তাররা। অভিষেক বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। রশিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে ঠিক কী কারণে সে লতাদেবীর ওপর ঝাঁপিয়ে পড়ে, সেটা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন জনৈক পুলিশ অফিসার।
চিকিত্সায় ‘অখুশি’, ছুরি মেরে খুন ডাক্তারের স্ত্রীকে, জখম ছেলে! গ্রেফতার অভিযু্ক্ত রোগী
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jun 2019 01:40 PM (IST)
অসন্তুষ্ট রশিদ এখানকার মালওয়া মিল এলাকায় বৃহস্পতিবার এ নিয়ে ডাঃ বর্মার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু তিনি শহরের বাইরে থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। ডাক্তারের স্ত্রী লতা বর্মা রশিদকে পরে আসতে বলেন। স্বামীর ডিসপেনসারিতে তাঁকে সাহায্য করেন তিনি। লতা দেবীর সঙ্গে কথা কাটাকাটি হয় রশিদের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -