রায়পুর: কিছুতেই বিয়ে হচ্ছে না। এক আধজন নয়, প্রত্যাখ্যান করেছেন অন্তত ১২ জন বিবাহযোগ্য তরুণী। ছত্তিশগড়ের রায়পুরের পিন্টুর অবশ্য বিয়ের বয়সও হয়নি, বিএ দ্বিতীয় বর্ষে পড়ছিলেন তিনি। কিন্তু তাঁর সন্দেহ ছিল, পড়শি কালো জাদু করে তাঁর বিয়ে বারবার আটকে দিচ্ছেন। রাগ সামলাতে না পেরে পিন্টু খুনই করে ফেললেন ওই মহিলাকে।
রবিবার, ১ এপ্রিল ঘটেছে এই ঘটনা। পিন্টুর সন্দেহ ছিল, প্রতিবেশী আমেরিকা প্যাটেল তাঁর ওপর ঝাড়ফুঁক করছেন, সে জন্যই তাঁর বিয়ে হচ্ছে না। দুঃখের কারণও ছিল, বহু ক্ষেত্রে তাঁর সঙ্গে পাত্রীর বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে। কিন্তু ওই অতটুকুই। তারপর ভেঙে গিয়েছে বিয়ে। রাগের চোটে তিনি প্যাটেলকে খুনের ছক কষেন বলে অভিযোগ।
রবিবার আমেরিকার বাড়িতে যান পিন্টু। একা দেখে প্রথমে তাঁর মাথায় লাঠি দিয়ে মারেন, তারপর ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। খুনের পর পালানোর চেষ্টা করেন কিন্তু অন্যান্য প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলে তুলে দেন পুলিশের হাতে।
পড়শি মহিলার ঝাড়ফুঁকের চোটে বিয়ে হচ্ছে না, সন্দেহের চোটে খুন করলেন যুবক
ABP Ananda, Web Desk
Updated at:
03 Apr 2018 10:32 AM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -