মুজফফরনগর: অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের বিরুদ্ধে ১০ কোটি টাকার বাতিল নোট বদল করে আসল নোট দেওয়ার জন্য লাগাতার চাপ সৃষ্টির অভিযোগ তুলে গুলি চালিয়ে আত্মঘাতী প্রাক্তন চিনিকলের ম্যানেজার। পুলিস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সামলি জেলায়, আদর্শ মান্ডি থানার অধীন বাধবে গ্রামে।
৫১ বছর বয়সি বিজয় সিংহ নামে মৃত ব্যক্তির সুইসাইড নোটে তাঁর শ্যালক ও বিনোদ কুমার পাওয়ার নামে ওই অবসরপ্রাপ্ত আমলাকে তাঁর ওপর বাতিল নোট বদলে বৈধ নোট দিতে চাপ দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে। গাজিয়াবাদের বাসিন্দা পাওয়ার মুজফফরনগরে অতিরিক্ত জেলাশাসক ছিলেন। বিজনৌরে জেলাশাসক পদেও কাজ করেছেন।
পুলিশ জানিয়েছে, সুইসাইড নোট অনুসারে মৃত ব্যক্তি আগেরবার ৫০ লক্ষ টাকার বাতিল নোটের বদলে বৈধ নোটের ব্যবস্থা করতে সাহায্য করেছিলেন। পাশাপাশি নোটে বিজয় তাঁর মায়ের একখণ্ড জমি জোর করে দখলের অভিযোগও করেছেন পাওয়ারের বিরুদ্ধে। আত্মহত্যায় ব্যবহৃত পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে। সুইসাইড নোটটি খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছে হাতের লেখার বিশেষজ্ঞদের কাছে। বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।