ঠানে: দুই মেয়ের পর তৃতীয়বারেও সেই মেয়ে। কিছুতেই পূরণ হচ্ছে না পুত্রসন্তানের আশা। তাই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল বছর ২৯-এর কুণাল সোনাক খাড়কের। কিন্তু তাতে নারাজ স্ত্রী। তাই পথের কাঁটা সরাতে স্ত্রীকে খুন করে বসল স্বামী। ঠানের সাহাপুর তালুকার বোথরা গ্রামের ঘটনা।
পুলিশ জানিয়েছে, তিন কন্যা সন্তানের জন্মের পর কুণাল বেশ হতাশ হয়ে পড়ে। দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেয় সে। কিন্তু তাতে রাজি ছিল না স্ত্রী ইন্দু(২৮)। তাই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে সে।
কাসারা থানার ইন্সপেক্টর জানিয়েছেন, রবিবার রাতে বাইকে করে সে স্ত্রীকে এক নদীর ধারে নিয়ে যায়। শ্বাসরোধ করে খুন করে তাকে। এরপর দেহটি রাস্তার ওপর ফেলে দেয়। যাতে মনে হয় দুর্ঘটনায় মৃ্ত্যু হয়েছে তার।
থানায় অভিযোগ জানিয়েছে মৃতার বাবা। গ্রেফতার করা হয়েছে কুণালকে।
পুত্রসন্তানের জন্য ফের বিয়ের সিদ্ধান্ত, নারাজ স্ত্রীকে খুন স্বামীর
Web Desk, ABP Ananda
Updated at:
08 Nov 2016 04:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -