বুলন্দশহর: ফের মহিলাদের উপর নৃশংস আচরণের সাক্ষী থাকল উত্তর প্রদেশের বুলন্দশহর। বিয়ের প্রস্তাবে না বলায় এক তরুণী ও তাঁর তুতো বোনকে শ্বাসরোধ করে খুনের পর দেহ জ্বালিয়ে দিলেন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এক ব্যক্তি। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
সিনিয়র পুলিশ সুপার মুনিরাজ জি বলেছেন, ‘অভিযুক্ত যুবকের নাম অঙ্কিত। তাঁর বাড়ি ঢাকোলি গ্রামে। বৃহস্পতিবার সেই গ্রামেরই বাসিন্দা শিলু (২৩) নামে ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন অঙ্কিত। শিলু সেই প্রস্তাব নাকচ করে দেওয়ার পরেই তাঁকে শ্বাসরোধ করে খুন করেন অঙ্কিত। শিলুর বোন শিবানী এই ঘটনা দেখে ফেলায় তাঁর গলায় মোটর বাইকের ক্লাচের তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন করেন অঙ্কিত। এরপর তিনি মোটর বাইকের পেট্রোল বার করে শিলু ও শিবানীর দেহ জ্বালিয়ে দেন।’
মুনিরাজ আরও বলেছেন, সন্দেহভাজনদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন পরীক্ষা করে পুলিশ জানতে পারে, ঘটনার দিন শিলুর বাড়িতে গিয়েছিলেন অঙ্কিত। এরপর জেরায় তিনি জোড়া খুনের কথা স্বীকার করেন।
বিয়ের প্রস্তাবে না, তরুণী ও তাঁর তুতো বোনকে খুন করে দেহ জ্বালিয়ে দিলেন ইঞ্জিনিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
03 Feb 2018 09:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -