পুণে:  মানুষের বহু বড় বড় ক্ষতি হয়ে যায়। পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। হেনস্থা হতে হয় সাধারণ মানুষকে। বড় চুরি বা ডাকাতির অভিযোগ করতে গেলে বহু সময়ই ফিরিয়ে দিয়েছে পুলিশ। কিন্তু সম্প্রতি পুণে পুলিশকে দেখা গেল অন্য ভূমিকায়। এক ব্যক্তির মাত্র ৪২৫ টাকা দামের চপ্পল চুরি হয়। সেই চুরির অভিযোগ নিয়ে ওই ব্যক্তি ছুটে যান থানায়। পুলিশ অভিযোগ গ্রহণ শুধু করেনি, তৎপরতা নিয়ে সেই চুরির কিনারা করার প্রক্রিয়াও শুরু করেছে।

ঘটনাটি ঘটেছে পুণের বিশাল কালেকারের সঙ্গে। তিনি পুণের খেদ তেহসিলের রকশেওয়াদির বাসিন্দা। অক্টোবরের ৩ তারিখ ওই ব্যক্তির বাড়ির বাইরে থেকে তাঁর নতুন একজোড়া চপ্পল চুরি হয়ে যায়। তিনি থানায় গিয়ে এফআইআর করতে চান। কিন্তু পুলিশ চুরির অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা শুরু হয়। তদন্তে নামে পুলিশ। এখন পুলিশের তৎপরতা দেখে কার্যত তাজ্জব সাধারণ মানুষ।