প্রাকৃতিক কাজ সারতে ব্যস্ত মহিলাদের ছবি তুলতে পুরকর্মীদের বাধা, পিটিয়ে খুন
Web Desk, ABP Ananda | 16 Jun 2017 04:28 PM (IST)
প্রতীকী ছবি।
জয়পুর: প্রাকৃতিক কাজ সারতে ব্যস্ত মহিলাদের ছবি তোলার চেষ্টায় বাধা দিয়ে মার খেয়ে মরলেন মাঝবয়সী ব্যক্তি। শুক্রবার সকালে এখানকার কাচ্চি বস্তি এলাকার কাছে খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারছিলেন কিছু মহিলা। অভিযোগ, প্রতাপগড় টাউন মিউনিসিপ্যালিটির কর্মীরা ভয় দেখিয়ে উঠিয়ে দেওয়ার নাম করে মোবাইলে তাদের ছবি তুলতে থাকে। জাফর খানে নামে এক ব্যক্তি তাদের বাধা দেন। ক্ষেপে গিয়ে তাঁকে লাথি, কিল, চড়, ঘুঁষি মারতে থাকে পুরসভা কর্মীরা। লাঠির বাড়িও মারা হয় জাফরকে। মারের চোটে মৃত্যু হয় তাঁর। কমল হরিজন, রীতেশ হরিজন, মণীশ হরিজন, নগর পরিষদ কমিশনার অশোক জৈন ও আরও কয়েকজনের নামে থানায় এফআইআর দায়ের করেছেন জাফরের ভাই নূর মহম্মদ। পুলিশ খুনের মামলা রুজু করেছে। প্রতাপগড়ের পুলিশ সুপার শিবরাজ মিনা বলেন, তদন্ত চলছে। এফআইআরে নাম থাকা চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিস মোতায়েন করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। এ ঘটনা সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া জানান নীচের কমেন্টস বক্সে।