ভোপাল: জেতা আসনে ভোট চাইতে গিয়েছিলেন। বদলে বিজেপি প্রার্থীর গলায় পরানো হল জুতোর মালা।

মধ্যপ্রদেশের ধার জেলার পুর ভোটে বিজেপি প্রার্থী দীনেশ শর্মাকে জুতোর মালা পরালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ধামনোদ এলাকায়। দরজায় দরজায় প্রচারের সময় যেই দীনেশ স্থানীয় এক বয়স্ক নাগরিকের পা ছুঁতে নীচু হন, তিনি সঙ্গে সঙ্গে জুতোর মালা পরিয়ে দেন তাঁর গলায়, মারেন লাথিও।

যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁর বক্তব্য, জলের সমস্যায় তিনি জেরবার। স্থানীয় মহিলারা জলের সমস্যার কতা বলতে বোর্ড সভাপতির বাড়ি গিয়েছিলেন। উল্টে তাঁদের বিরুদ্ধেই মামলা করা হয়। এই মহিলাদের মধ্যে তাঁর স্ত্রীও ছিলেন। রাতের বেলাতেও বহুবার তাঁদের থানায় ডেকে বসিয়ে রাখা হত। তাই রাগের মাথায় এই ঘটনা ঘটিয়েছেন তিনি।




দীনেশ শর্মা অবশ্য এতে মাথা গরম করছেন না। তাঁর কথায়, এঁরা সকলে তাঁর আপন, নিশ্চয় কিছুতে রাগ হয়েছে তাই এমন করেছেন। তিনি তাঁদের সন্তানসম, এত সহজে রাগ করলে চলে!