তেলঙ্গানা: ক্রমাগত এক বিবাহিত মহিলাকে দিনে-রাতে ফোন করে অতিষ্ঠ করে তোলার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির অভিনব সাজা হল। তেলঙ্গানার অতিরিক্ত পুলিশ কমিশনার স্বাতী লাকড়া জানিয়েছেন, মহম্মদ রহিম নামে ৩৯ বছর বয়সি লোকটি বিভিন্ন ফোন থেকে ওই মহিলাকে ফোন করত। স্বামী বেরিয়ে গেলে তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত। তিনি সিম বদলে ফেললেও ঠিক কোনও না কোনওভাবে নতুন নম্বর জোগাড় করে তাঁকে বারবার ফোন করত রহিম। এমনকী তিনি পরিত্রাণ পেতে মোবাইল ফোন ছেড়ে দিলেও তাঁর স্বামীকে ফোন করে তাঁকে চাইত সে। ফলে মহিলার দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি থেকে ছড়ায় অশান্তির মেঘ। বিয়ে টিকিয়ে রাখতে স্বামী-স্ত্রী কাউন্সেলিং পর্যন্ত করান।
শেষ পর্যন্ত প্রকাশ্য স্থানে পুরুষদের কটূক্তি, ইভটিজিং থেকে মেয়েদের বাঁচাতে তেলঙ্গানা পুলিশের তৈরি করা ‘সি টিমস’-এর কাছে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। হাতেনাতে ধরা পড়ে রহিম। ওই মহিলাকে ফোন করে জ্বালাতন করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে বিশেষ মেট্রপলিট্যান ম্যাজিস্ট্রেট জানান, রহিমকে গোটা একটি দিন শহরের ব্যস্ত মোড়ে ইংরেজি ও উর্দুতে ‘ইভটিজিং করবেন না, বন্ধ করুন!’ লেখা পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটাই ওর শাস্তি। মহিলাদের বিরক্ত করলে রেহাই মিলবে না, এই বার্তা দিয়ে সচেতনতা তৈরি করতেই এই পদক্ষেপ আদালতের।
প্রসঙ্গত, পথেঘাটে মেয়েদের উত্যক্ত করতে গিয়ে বেশ কিছু লোক সম্প্রতি ধরা পড়েছে ‘সি টিমস’-এর হাতে।