চেন্নাই: সাধারণত পুলিশ ও সামরিক বাহিনীতে ব্যবহার করা হয় বিশেষ প্রজাতির রোটওয়েলার কুকুর। সেই কুকুরকে পোষ মানানোর খেসারত প্রাণ দিয়ে দিতে হল তামিলনাড়ুর এক ব্যক্তিকে। মঙ্গলবার রাতে দুটি পোষা কুকুর ৫৬ বছরের ওই ব্যক্তিকে কামড়ে খুন করল। ওই ব্যক্তির নাম কিরুবাকরণ। মঙ্গলবার রাতে তিনি যখন আমবাগানে ওই দুই পোষা কুকুরকে খাবার খাওয়াতে এলে এই দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কিরুবাকরণ তাঁর পোষা কুকুরের বংশবিস্তার ঘটানোর চেষ্টা করছিলেন। তিনি আগেই একটি স্ত্রী রোটওয়েলার কুকুর পুষেছিলেন। কিছুদিন আগে ওই একই প্রজাতির একটি পুরুষ কুকুর নিয়ে এসেছিলেন। মঙ্গলবার রাতে প্রায় এক ঘন্টা দেরী করে কুকুর দুটিকে খাওয়াতে গিয়েছিলেন। এর ফলে ক্ষুধার্ত দুই কুকুর কিরুবাকরণের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রতিবেশীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাঁ সারা শরীরে কামড়ের দাগ ছিল। বনভরম পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করেছে।
পিটবুল ও রোটওয়েলার প্রজাতির কুকুর স্বভাবে হিংস্র ও খামখেয়ালি। প্রথম থেকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া না হলে বা খাবার সময় বিরক্ত করলে এই প্রজাতির কুকুর ভীষণ হিংস্র হয়ে ওঠে।
খাওয়াতে দেরী, দুই পোষা রোটওয়েলারের কামড়ে মৃত্যু মনিবের
ABP Ananda, web desk
Updated at:
14 Jul 2016 11:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -