নয়াদিল্লি: এক ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি সরকারের উদ্দেশ্যে কোনও আক্রমনাত্মক বা কাউকে কেন্দ্র করে কোনও অশালীন পোস্ট না করেও পরলেন ফেসবুকের তোপের মুখে। ওই ব্যক্তি শুধুমাত্র তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছিলেন ‘কমল কা ফুল হামারি ভুল’, যার মানে (আমাদের ভুল, পদ্ম)। সঙ্গে নিজের ফেসবুক পেজে দিয়েছিলেন একটি বিলের ছবি। এই পোস্ট করার জন্যে আগামী তিরিশ দিনের জন্যে তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, মহম্মদ আনাস নামের ওই ব্যক্তি পেশায় একজন সাংবাদিক। তিনি সম্প্রতি তাঁর ফেসবুক পেজে একটি বিলের ছবি পোস্ট করেন। সেই বিলে দেখা যাচ্ছিল ব্যবসায়ীরা একটি কথা ছাপিয়ে রেখেছেন। সেই কথাটিই হল ‘কমল কে ফুল হামারি ভুল’।এই সেই বিলের ছবি
ছবি সৌজন্যে ফেসবুক
এরপর বিষয়টিকে আরও ভাল করে বিশ্লেষণ করতে ওই সাংবাদিক লিখে দেন, ব্যবসায়ীরা বিলের ওপর এধরনের কথা ছাপিয়ে আমজনতাকে জানাতে চাইছেন বিজেপিকে ভোট দিয়ে তাঁরা ভুল করেছেন। কিন্তু এই পোস্টের আধ ঘণ্টার মধ্যেই মহম্মদ আনাসের কাছে ফেসবুকের থেকে নোটিফিকেশন আসে, তিনি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করেননি। সেইজন্যে তাঁর অ্যাকাউন্ট তিরিশ দিনের জন্যে ব্লক করে দেওয়া হল।
অথচ এই পোস্টের সঙ্গে সরাসরি ওই সাংবাদিকের কোনও যোগ নেই। তিনি নিজে থেকেও কিছু লেখেননি। কিন্তু বিনা দোষে ফেসবুক নজরদারির শিকার হয়েছেন। বিলটি গুজরাতের সুরাতের কোনও এক ব্যবসায়ী ছাপিয়েছেন। দিনকয়েক ধরেই সেটা সোশ্যাল মিডিয়ায় ঘোরা ফেরা করছে। সরকারের উদ্দেশ্যে কোনও আক্রমণাত্মক পোস্ট না করেও, পরোক্ষে সরকারের সমালোচনা করায় ফেসবুক ফ্যাসিসিমের শিকার হলেন তিনি, মন্তব্য ওই সাংবাদিকের।
এই ঘটনা জানাজানির পরই মানুষের বাকস্বাধীনতার অধিকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়া জায়েন্টের কড়া সমালোচনায় সরব হয়েছেন সমাজের বিভিন্ন মহলের মানুষ।
অশালীন পোস্ট নয়, ‘কমল কা ফুল, হামারি ভুল’ লেখায় ৩০ দিনের জন্যে ব্লক এই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Sep 2017 12:03 PM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -