তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, অপরাধীকে ফাঁসির সাজা দিল আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2016 05:14 AM (IST)
ছত্তীসগড়: তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন। এই ঘটনার মূল অপরাধী ছত্তীসগড়ের বাসিন্দা ২৩ বছরের লোচান শ্রীবাসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল সেখানকার এক ফাস্ট ট্র্যাক আদালত। বিচারক তাঁর রায় বলেন, এটা বিরল থেকে বিরলতম অপরাধ। এধরনের অপরাধীরা সমাজের জন্যে শুধু নয়, মনুষত্ব্যের জন্যে বড় আতঙ্ক। ঘটনার সূত্রপাত এবছরের ২৪ ফেব্রুয়ারি। ছোট্ট শিশুটি অপরাধীর এলাকারই বাসিন্দা ছিল। সে তার বাড়ির সামনে খেলছিল। সেই সময় লোচান তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করে, দেহটি বস্তার মধ্যে রেখে, সঙ্গীতরাই এলাকায় ফেলে দিয়ে আসে বস্তাটি। শিশুটির মা থানায় ডায়েরি করেন। গত ২৬ এপ্রিল, পুলিশ লোচানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করা হয় গত ২৬ এপ্রিল। বিচারক ৫৮ পাতার রায় পেশ করতে গিয়ে জানান, দোষীসাব্যস্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৩০২, ৩৬৩ এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বিচারক এছাড়াও তার ওপর সাড়ে আট হাজার টাকার জরিমানা আরোপ করেছে। কোনওভাবে অপরাধী এই টাকা দিতে না পারলে, তাকে আরও দেড় বছর হাজতবাস করতে হবে বলে জানিয়েছেন বিচারক। এছাড়াও আদালত রাজ্য সরকারকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আক্রান্তের পরিবারকে।