হায়দরাবাদ: ৬০ বছরের এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছে, সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে লোকটির স্ত্রী! অভিযোগ এক বিধবা মহিলার। পুলিশ জানিয়েছে, ৩৮ বছর বয়সি ওই মহিলা অভিযুক্ত জি সত্যনারায়ণ ও তার মাঝবয়েসী স্ত্রীর পরিচিত। তেলঙ্গানার খাম্মামে ওঁদের বাড়িতে প্রায়ই যেতেন তিনি।
মহিলার অভিযোগ, তিন মাস আগে এরকমই একদিন সেখানে গেলে তাকে বিয়ার খেতে অনুরোধ করে ওই দম্পতি। তিনজন একসঙ্গেই মদ্যপান করে। তারপর সত্যনারায়ণ তাঁর ওপর যৌন নির্যাতন চালায়, মোবাইলে ভিডিও তোলে সত্যনারায়ণের স্ত্রী।
খানাপুর হাভেলি থানার সাব ইনসপেক্টর নগেন্দ্র ছারি জানিয়েছেন, অভিযোগকারী বিধবা মহিলার একটি ফ্যান্সি স্টোর আছে। ভাল সম্পর্কের সুবাদে তাঁকে ৮০ হাজার টাকা ধার দেয় সত্যনারায়ণ। তিন মাস আগের ধর্ষণের ছবি দেখিয়ে সত্যনারায়ণ তাঁকে ব্ল্যাকমেল করা শুরু করে, তার সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি না হলে ধর্ষণের ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। যদিও তিনি সম্মতি দেননি বলে দাবি বিধবার।
সত্যনারায়ণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ১০৭ (প্ররোচনা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি আইনের একাধিক ধারায়ও অভিযুক্ত করা হয়েছে তাদের।
পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে, ওই দম্পতিকে এখনও গ্রেফতার করা হয়নি।
বিধবাকে ধর্ষণ ৬০ বছরের ব্যক্তির, মোবাইলে ভিডিও করল স্ত্রী!
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2017 02:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -