জামশেদপুর: বিয়ের আট বছর পরেও সন্তান হয়নি। সেই কারণে সন্তান লাভের উপায় জানার জন্য তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন পেশায় সাপুড়ে ভদোই কালিন্দি। তান্ত্রিক কর্মু কালিন্দি বলেন, একটি শিশুকে বলি দিলে দেবতা সন্তুষ্ট হবেন। তার ফলেই সন্তান হবে। সেই কথা অনুযায়ী, তাঁরা দু’জন সাত মাসের একটি শিশুকন্যাকে অপহরণ করে বলি দেন। এই নৃশংস ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসোয়ান জেলার তিরুলডি থানা এলাকার চাইদা গ্রামে। ভদোই ও কর্মুকে গ্রেফতার করেছে পুলিশ।
চান্দিলের এসডিপিও সন্দীপ ভাগত জানিয়েছেন, গত ২৬ মে রাতে তান্ত্রিককে সঙ্গে নিয়ে প্রতিবেশী সুভাষ গোপের বাড়িতে ঢোকেন ভদোই। ঘুমন্ত অবস্থায় ওই শিশুটিকে অপহরণ করেন তাঁরা। এরপর তিরুলডির একটি নদীর ধারে শ্মশানে নিয়ে গিয়ে শিশুটিকে বলি দেন। এই ঘটনার পরেই উধাও হয়ে যান কর্মু। এতেই পুলিশের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে ভদোই ও কর্মুকে গ্রেফতার করে পুলিশ। দু’জনেই অপরাধ স্বীকার করেছেন। ভদোইয়ের বাড়ি থেকে বলির অস্ত্রটিও উদ্ধার হয়েছে। বলি দেওয়া শিশুকন্যাটির দেহের খোঁজে তল্লাশি চলছে।
সন্তান লাভের আশায় সাত মাসের শিশুকন্যাকে অপহরণ করে বলি, গ্রেফতার সাপুড়ে ও তান্ত্রিক
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jun 2017 04:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -