বাড়ি থেকে গোমাংস মিলেছে, দাবি পুলিশের, উত্তরপ্রদেশে গোহত্যার অভিযোগে গ্রেফতার ২
Web Desk, ABP Ananda | 17 Jun 2017 01:46 PM (IST)
মুজফফরনগর (উত্তরপ্রদেশ): গোহত্যার অভিযোগে শামলিতে গ্রেফতার করা হল এক ব্যক্তি ও তার শ্যালিকাকে। তাদের বাড়িতে অভিযান চালিয়ে গোমাংস মিলেছে বলে দাবি পুলিশের। গারহি ফুটকা থানার অধীন বুনতা গ্রামের এক বাড়িতে গোহত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে গতকাল সেখানে হানা দেয় পুলিশ। অভিযানে গরুর চামড়া, গরু জবাই করার অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় মুবারিক ও রেশমা নামে ওই দুজনকে। এলাকায় উত্তেজনা মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা করে মোতায়েন করা হয়েছে পুলিশ। পৃথক একটি ঘটনায় শামলির বানাট এলাকার একটি বাড়িতে গতকাল পুলিশি হানায় মোষের মাংস মেলে। দুজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তারা পলাতক। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের দাদরিতেই বেশ কিছুদিন আগে মহম্মদ আখলাক নামে এক প্রৌঢ়ের বাড়ি থেকে গোমাংস মিলেছে, এই অভিযোগে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছিল।