নয়াদিল্লি: আজান নিয়ে বিতর্কে ফেসবুকে সনু নিগমের সমর্থনে মুখ খোলায় মধ্যপ্রদেশে এক ব্যক্তিকে ছুরি মারল দু জন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা দায়ের করেছে। তবে তাদের এখনও গ্রেফতার করা হয়নি।

শিবম রাই নামে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি ফেসবুকে সনুর পক্ষে পোস্ট করায় মহম্মদ নাগোরি ও ফৈজান খান নামে দুই ব্যক্তি তাঁকে ফোনে হুমকি দেয়। এরপর তারা তাঁকে ফ্রিগঞ্জ অঞ্চলে দেখা করতে বলে। তাদের সঙ্গে দেখা করতে সেখানে যান শিবম। সেখানে তাঁকে আক্রমণ করে নাগোরি ও ফৈজান। তিনি মারাত্মক জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।