বারাণসী: পাঁচ বছরের শিশু ঘুড়ি কিনে দেওয়ার জন্য বাবার কাছে দুটাকা আবদার করেছিল। যার কাছে সবচেয়ে নিরাপদে থাকার কথা সেই বাবাই মত্ত অবস্থায় মেজাজ হারিয়ে পাঁচ বছরের ছেলের মুখ চেপে ধরে ছুরি দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দিল। উত্তরপ্রদেশের বারাণসীতে গতকাল এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত বাবা বিনোদ রাজভর (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

টুরিস্ট গাইড বিনোদ ও তার স্ত্রী গায়ত্রী (৩২), মেয়ে কোমল (৩) এবং দুই সন্তান শিবম ও সত্যম (১০) সারনাথ এলাকার বাসিন্দা। বিনোদ আর্থিক সংকটে জর্জরিত ছিল বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল বিনোদ। ছেলের আবদার শুনে ক্ষিপ্ত হয়ে সে তাকে বাড়ির বারান্দায় টেনে নিয়ে যায়। সেখানে প্রথমে ছেলের মুখ চেপে ধরে পরে ছুরি দিয়ে কোপাতে থাকে। বড় ছেলে সত্যম ঘটনাটি দেখে মাকে জানায়। তারপর মা ও ছেলে ছুটে এসে বিনোদের কবল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চিত্কার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ বিনোদকে গ্রেফতার করেছে।

সরকারি হাসপাতালে প্রাথমিক শুশ্রুষার পর আহত শিশুটিকে তাঁর মা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে তার চিকিত্সা চলছে।