বিরুধুনগর: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ শিক্ষিকাকে ছুরি মারল এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগর জেলার নাড়ুভাপাত্তি অঞ্চলে। ওই শিক্ষিকার হাতে আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি ওই শিক্ষিকার প্রতিবেশী। সে ওই শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অন্য এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে প্রতিবেশী ব্যক্তিটি খেপে যায়। ওই শিক্ষিকা যখন কলেজের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন, তখন সেখানে যায় তাঁর প্রতিবেশী। তার সঙ্গে ওই শিক্ষিকার ঝগড়া শুরু হয়। এরপরেই সে ওই শিক্ষিকাকে ছুরি মারে। রাস্তায় থাকা লোকজনই আহত অবস্থায় ওই শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত ব্যক্তির বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, শিক্ষিকার উপর হামলা
Web Desk, ABP Ananda
Updated at:
12 Aug 2017 09:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -