মুম্বই: ২-৫টা নয়, কেজি কেজি টম্যাটো উধাও! ২৬০০ কেজির বেশি টম্যাটো চুরির অভিযোগে গ্রেফতার যুবক। সান্তাক্রুজ শহরতলি থেকে ধৃত ২৩ বছর বয়সি রাঞ্জেন জয়সওয়াল নামে ওই যুবক সিওন কোলিওয়াড়ার বাসিন্দা। এক পুলিশ অফিসার বলেছেন, মামলার অভিযোগকারীর দাবি, তিনি নিজের টেম্পোয় ওই টম্যাটো নিয়ে এসেছিলেন। গতকাল সান্তাক্রুজের শাস্ত্রীনগরে টম্যাটোভর্তি টেম্পোটি রেখে তিনি চলে যান।কিন্তু পরে মালপত্র পরীক্ষা করতে গিয়ে দেখেন, প্রচুর টম্যাটো নেই। ২৬০০ কেজির বেশি টম্যাটো কেউ চুরি করেছে।


তিনি পুলিশে খবর দেন। একটি সূত্র মারফত্ খবর পেয়ে পুলিশ চুরির চার ঘণ্টার মধ্যে সিওন কোলিওয়াড়ার আনটুপ হিল থেকে  রাঞ্জেনকে গ্রেফতার করে। তার  কাছ থেকে ১৯৮৮ কেজি টম্যাটো উদ্ধার হয়েছে। এক টেম্পো টম্যাটো চুরির পিছনে কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সান্তাক্রুজ পুলিশ। রাঞ্জেনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।   ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ (চুরি) ধারায় অভিযুক্ত করা হয়েছে তাকে।