‘হনুমানের ছোঁড়া পাথরে মৃত্যু বৃদ্ধের’, তাদের বিরুদ্ধে মামলা করতে চায় পরিবার, বিপাকে পুলিশ
Web Desk, ABP Ananda | 20 Oct 2018 02:50 PM (IST)
বাগপত (উত্তরপ্রদেশ): হনুমানের উত্পাতে ইট-পাথরের আঘাতে জখম ৭০ বছরের বৃদ্ধের মৃত্যুতে সমস্যায় পড়েছে পুলিশ। গত ১৭ অক্টোবর বাগপতের টিকরি গ্রামের ওই বৃদ্ধের প্রাণহানির পর তাঁর পরিবারের লোকজন চাইছে, হনুমানদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। এমন দাবিতে পুলিশ পড়েছে ফাঁপরে। সার্কল অফিসার রমলা রাজীব প্রতাপ সিংহ বলেছেন, ওই বৃদ্ধ এক জায়গায় ইঁটের স্তূপের কাছে ঘুমোচ্ছিলেন। কয়েকটি হনুমান স্তূপের ওপর লাফালাফি করায় ইঁট খসে তাঁর গায়ের ওপর পড়ে। ধরমপাল নামে ওই বৃদ্ধ জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তিনি মারা যান। যদিও তাঁর ভাইয়ের দাবি অন্যরকম। তিনি অভিযোগ করেছেন, ধরমপাল হোম, যজ্ঞের কাঠ সংগ্রহ করতে গেলে একদল হনুমান তাড়া করে। তাঁকে লক্ষ্য করে হনুমানরা ইট ছোঁড়ে। মাথায়, বুকে ইঁটের ঘায়ে জখম ধরমপালের হাসপাতালে মৃত্যু হয়। ধরমপালের ভাই বলেন, আমরা হনু্মানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। কিন্তু পুলিশ এটাকে দুর্ঘটনা বলে দেখাতে চাইছে। তাঁরা উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে দেখা করে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি করবেন বলে জানান তিনি।