মাছ বেচে পড়াশোনা করা, সংসার চালানো কেরলের কলেজছাত্রীকে সোস্যাল মিডিয়ায় কটাক্ষ, পুলিশি হেফাজতে ১
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jul 2018 07:51 PM (IST)
কোচি: কেরলের ২১ বছরের যে মেয়েটি মাছ ধরে বিক্রি করে পাওয়া পয়সা দিয়ে পড়াশোনা করে, সংসার খরচ চালায়, তাকে সোস্যাল মিডিয়ায় কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রূপের অভিযোগে এক ব্যক্তিকে হেপাজতে নিল কোচি পুলিশ। ওয়েইনাড় থেকে ধৃত ব্যক্তির নাম নুরুদ্দিন শেখ।
হানান নামে কলেজে পড়া মেয়েটি মাছ বেচে পয়সা উপার্জন করে বলে সোস্যাল মিডিয়ায় তাকে টিটকিরি, লাঞ্ছনা করা হচ্ছে। তবে স্বয়ং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার ভূয়সী প্রশংসা করেছেন ফেসবুকে। হানানকে নিষ্ঠুর ভাবে ট্রোল করার অভিযোগে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ। একটি মালয়ালম দৈনিকে হানানকে সোস্যাল মিডিয়ায় কুত্সা করে পোস্ট করা মন্তব্যের খবর বেরনোর পর মুখ্যমন্ত্রী এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।
এদিন তিনি এও বলেন, সাইবার প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সবসময় সতর্ক থাকা উচিত। মানুষের কাছে সঠিক তথ্য পেশ করা দরকার।
থোড়াপুঝার একটি বেসরকারি কলেজের রসায়নের ফাইনাল বর্ষের ছাত্রী হানানের প্রতি সোস্যাল মিডিয়ায় সহানুভূতিও প্রকাশ করেছেন অনেকে। শিল্পী, সাহিত্যিকরা তাঁর জীবন সংগ্রামকে বাহবা দিয়েছেন। যদিও কেউ কেউ সংশয় প্রকাশ করে তাঁর কাহিনিকে ‘সাজানো’ বলেছে। তারপরই শুরু হয় অবিরাম ট্রোলিং।
এদিকে সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণান হানানের ওপর সাইবার হামলার নিন্দা করে বলেছেন, দোষীদের সাজা হওয়া উচিত।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -