আত্মহত্যার আগে গলায় ফাঁস লাগিয়ে সেলফি যুবকের!
Web Desk, ABP Ananda | 11 Nov 2016 04:29 PM (IST)
হায়দরাবাদ: গলায় ফাঁস লাগানো অবস্থায় সেলফি তোলার পর আত্মহত্যা করলেন এক ট্যাক্সিচালক। অদ্ভূত এবং একইসঙ্গে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলঙ্গনায়। সংবাদসংস্থা সূত্রে খবর, নলগোন্ডা জেলার রামনাথপুরের বাসিন্দা বছর আঠাশের যুবক ক্রান্তিকুমার এদিন নিজের বাড়িতে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেন। তবে, মৃত্যুর ঠিক আগে, ওই অবস্থায় তিনি একটি সেলফি তোলেন। ছবিতে দেখা গিয়েছে, ক্রান্তির গলায় কাপড়ের ফাঁস লাগানো। মৃত্যুর পরে, তাঁর শার্টের পকেটে থাকা মোবাইল থেকে ওই ছবি উদ্ধার করে পুলিশ। পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। সেখানে ক্রান্তি লিখেছেন, আর্থিক ও পারিবারিক সমস্যার জেরে তিনি জর্জরিত। তাই তিনি এই পথ বেছে নিচ্ছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।