জয়পুর: একজনের শরীরে পাওয়া গিয়েছিল করোনা ভাইরাস। তাঁর সংস্পর্শে আসায় আক্রান্ত হয়ে পড়ল পরিবারের আরও ২৬ জন! ঘটনাটি রাজস্থানের জয়পুরের।
রাজস্থানের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ওই পরিবারের একজনের শরীরে উপসর্গ দেখা দেওয়ায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। তৎক্ষনাৎ তাঁকে আঅসোলেশনে পাঠানো হয়। তাঁর পরিবারের বাকি ২৬ জনের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য।
জয়পুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নরোত্তম শর্মা সংবাদসংস্থাকে বলেছেন, ‘গতকাল রাতে ওঁদের রিপোর্ট এসেছে। প্রত্যেকেই করোনা পজিটিভ। ওঁদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
জানা গিয়েছে, ওই পরিবার জয়পুরের সুভাষ চক এলাকার বাসিন্দা। মঙ্গলবার পর্যন্ত রাজস্থানে করোনার শিকার হয়ে মারা গিয়েছেন ২৫১ জন।
জয়পুরে একজনের শরীরে ছিল করোনা ভাইরাস, সংস্পর্শে এসে আক্রান্ত ওই পরিবারের বাকি ২৬ জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jun 2020 08:56 AM (IST)
ওই পরিবার জয়পুরের সুভাষ চক এলাকার বাসিন্দা। মঙ্গলবার পর্যন্ত রাজস্থানে করোনার শিকার হয়ে মারা গিয়েছেন ২৫১ জন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -