পালঘর: বিয়ের ৩ দিনের মধ্যে করোনা পজিটিভ রিপোর্ট এল পাত্রের। কোয়ারান্টিনে পাত্রী সহ ৬৩ জন! মহারাষ্ট্রের পালঘরের ঘটনায় ফের সামনে এল করোনা পরিস্থিতিতে বিবাহের নিয়ম ভাঙার নজিরও।
পেশায় ওই ব্যক্তি এক ল্যাবরেটরির অ্যাসিন্ট্যান্ট। সূত্রের খবর, বিয়ের আগেও করোনা পরীক্ষা হয়েছিল তাঁর। কিন্তু তখন রিপোর্ট এসেছিল করোনা নেগেটিভ। সেই রিপোর্ট দেখে নিশ্চিন্ত হয়ে বিয়ের আসরে বসার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু বিয়ের পর ফের করোনা পরীক্ষা করা হয় তাঁর। ২ দিন পর পজিটিভ আসে সেই রিপোর্ট।
বিয়ের দুদিন পরই করোনা পজিটিভ বর! কোয়ারান্টিনে নববধূ সহ ৬৩ আমন্ত্রিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2020 05:31 PM (IST)
বিয়ের ৩ দিনের মধ্যে করোনা পজিটিভ রিপোর্ট এলো পাত্রের। কোয়ারেন্টিনে পাত্রী সহ ৬৩ জন! মহারাষ্ট্রের পালঘরের ঘটনায় ফের সামনে এল করোনা পরিস্থিতিতে বিবাহের নিয়ম ভাঙার নজিরও।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -