সাহারানপুর: আট বছরের একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে মারধর করার পর জুতোর মালা পরিয়ে ঘোরানো হল। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দেওবন্দে। মারধরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাহারানপুরের পুলিশ সুপার (গ্রামীণ) বিদ্যাসাগর মিশ্র বলেছেন, এ মাসের সাত তারিখ মেয়েটির কাকার বিয়ে ছিল। সে এই অনুষ্ঠান উপলক্ষে সবার সঙ্গে হাসিমপুরা গ্রামে যায়। সেখানেই রবি নামে ওই অভিযুক্তও ছিল। সে মেয়েটিকে ধর্ষণ করে বিয়েবাড়ির জন্য ভাড়া নেওয়া একটি বাসে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। মেয়েটি বাড়ি ফেরার পর শরীর খারাপের কথা জানায়। এরপরেই পরিবারের লোকজন গোটা ঘটনার কথা জানতে পারেন। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। শনিবার গ্রামবাসীরা একটি বাসস্ট্যান্ড থেকে রবিকে ধরে ফেলেন। এরপরেই শুরু হয় মারধর। তাকে জুতোর মালা পরিয়ে ঘোরানোও হয়।