মোঘলসরাইয়ে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে বেধড়ক মারধর
ABP Ananda, web desk | 08 Jan 2018 02:51 PM (IST)
মোঘলসরাই: উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ের সুভাষ নগর একালায় গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গণপ্রহার। পুলিশ সুপার এস কে সিংহ বলেছেন, স্থানীয় এক ব্যক্তির একটি গরু ও বাছুর চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে ওই দুইজন। গরুর মালিকই অন্যদের সাহায্যে তাদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর ক্ষুব্ধ জনতা ওই দুইজনকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। সিংহ জানিয়েছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলাও রুজু হয়েছে। অভিযুক্তদের যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।