আমদাবাদ:  গুজরাতে এক অনুষ্ঠান চলাকালে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে লক্ষ্যে করে চুড়ি ছুঁড়লেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। স্মৃতি এই ঘটনাকে কংগ্রেসের ভোটের কৌশল বলে মন্তব্য করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি আমরোলি জেলার মোটা ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা। ওই তরুণের নাম কেতন কাসবালা। আমরোলির পুলিশ সুপার জগদীশ পটেল জানিয়েছেন, সোমবার সন্ধেয় কেন্দ্রের মোদী সরকারের তিন বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান চলাকালে ওই ঘটনা ঘটে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতির ভাষণ চলাকালে কাসবালা স্মৃতিকে লক্ষ্য করে চুড়ি ছোঁড়েন। বন্দেমাতরম ধ্বনিও দেন তিনি। মঞ্চ থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। সেজন্য তাঁর ছোঁড়া চুড়ি মঞ্চে পৌঁছয়নি।
বিজেপি এই ঘটনায় কংগ্রেসের হাত থাকার দাবি করেছে।যদিও কংগ্রেস ওই অভিযোগ অস্বীকার করেছে। কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি কৃষকদের ঋণ মকুবের দাবি করেছিলেন।
চুড়ি ছোঁড়ার ঘটনায় এতটুকু বিব্রত হননি স্মৃতি। তিনি কাসবালাকে অনুষ্ঠানে অংশ নিতে দেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানান। তিনি কাসবালাকে চুড়ি ছুঁড়তে বাধা না দেওয়ারও আর্জি জানান। স্মৃতি বলেন, চুড়িগুলি তিনি ওই ব্যক্তির স্ত্রীর কাছে উপহার হিসেবে পাঠিয়ে দেবেন।