দেওরিয়া: এটিএম-এর বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধর। উত্তরপ্রদেশের দেওরিয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন গুলরিহা গ্রামের বাসিন্দা রামনাথ কুশওয়াহা নামে বছর ৬৫-র এক ব্যক্তি। এটিএম-এর সামনে তখন প্রচুর মানুষের ভিড়। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তাঁর ছেলের বউ সন্তানসম্ভবা। হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালের টাকা জোগাড়ের জন্য এটিএম-এর লাইনে দাঁড়িয়েই এমন মর্মান্তিক পরিণতি হল ওই বৃদ্ধের।


অপর দুটি ঘটনা ঘটেছে কেরলের কোল্লাম এবং কোট্টায়ামে। সমবায় ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন না- এই আশঙ্কায় আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, পাঁচ লক্ষ টাকা সমবায় ব্যাঙ্কে জমা রেখেছিলেন কোট্টায়ামের পাম্বা ভ্যালির চেরুভিল্লায়িলের বাসিন্দা বছর ৭১-এর ওমানাকুট্টান পিল্লাই। কিন্তু নোট বাতিলের ঘোষণার পরই তিনি উদ্বিগ্ন হয়ে ভাবেন সব টাকাই বোধহয় জলে চলে যাবে, আর তোলা যাবে না। নিজের সঞ্চিত অর্থ আর ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন না, এই ভয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।

কোল্লামে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন মৃত্যু হয় অবসরপ্রাপ্ত বিএসএনএল কর্মী চন্দ্রশেখরনের (৬৮)। টাকা তোলার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কোরের নাল্লিলা শাখায় গিয়েছিলেন তিনি। টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকাকালীন অজ্ঞান হয়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।