নয়াদিল্লি: নোট-কাণ্ডের জেরে এমনতিই সংসদ উত্তাল। তার মধ্যেই দর্শকাসন থেকে কক্ষে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে শুক্রবার নতুন উত্তেজনার সৃষ্টি করেন এক ব্যক্তি।


খবরে প্রকাশ, এদিন বিরোধী হই-হট্টগোলের জন্য সকাল ১১-২০ মিনিট নাগাদ লোকসভার অধিবেশন সাময়িক মুলতুবি হওয়ার পরই এক ব্যক্তি ওপরের দর্শকাসনের রেলিং টপকে নীচে মুল কক্ষে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন।


ঝাঁপ দেওয়ার জন্য তিনি এক পা কাঠের রেলিংয়ের ওপরে তুলেও ফেলেছিলেন। কিন্তু, ঝাঁপের আগেই ওই ব্যক্তিকে আটক করে বার করে  নিয়ে যান উপস্থিত মার্শালরা। রাকেশ সিংহ বাঘেল নামে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি মধ্যপ্রদেশের শিবপুরীতে।


বিরতির পর ফের সভা বসলে, ঘটনার কথা সকলকে জানান স্পিকার সুমিত্রা মহাজন। তিনি বলেন, সাংসদরা রাজি থাকলে ওই ব্যক্তিকে সতর্ক করে ছেড়ে দেবে পুলিশ। এর উত্তরে, সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানান, কারও কোনও আপত্তি নেই।


দিল্লি পুলিশ জানিয়েছে, এধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য দর্শকাসনের প্রথম সারিতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকে। যদিও, এদিনের ঘটনা সংসদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নচিহ্ন তুলল।