যেভাবে ঘাড় গুঁজে তিনি পড়েন তাতে তাঁর ঘাড় যে ভেঙে যায়নি সেটাই আশ্চর্যের। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য এই প্রথম নয়। মহারাষ্ট্রের মাহুলিতে বাহুবলীর ধাঁচে জলপ্রপাতে ঝাঁপ দিতে গিয়ে এ বছরের শুরুতে একজনের প্রাণহানি ঘটেছে। বাহুবলী টু-র প্রভাসের মত স্টান্ট দেখাতে গিয়েছিলেন, যুবককে ছুঁড়ে ফেলল ক্রুদ্ধ হাতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2017 07:44 AM (IST)
তিরুঅনন্তপুরম: বাহুবলী টু-তে প্রভাসের স্টান্ট কার না ভাল লেগেছে! এবার সেই স্টান্ট কপি করতে গিয়ে প্রাণসংশয় হল কেরলের এক যুবকের। কোনওক্রমে বেঁচে গিয়েছেন তিনি ঠিকই কিন্তু গুরুতর আহত অবস্থায় ভর্তি হতে হয়েছে হাসপাতালে। কেরলের থোড়ুপুঝা এলাকায় পিকনিক করতে গিয়েছথিলেন একদল যুবক। সেখানেই বুনো হাতি দেখে এক যুবকের মধ্যে ঘুমিয়ে থাকা বাহুবলী জেগে ওঠে। সম্ভবত নেশাগ্রস্তও ছিলেন তিনি। প্রথমে ফলমূল দিয়ে ভাব জমানোর চেষ্টা করেন হাতিটির সঙ্গে। তখন গজরাজ শান্তই ছিল। কিন্তু এতে না থেমে গিয়ে ওই যুবক প্রভাসের ধাঁচে তার শুঁড়ে চুমু খেয়ে পিঠে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। আর এই সবই ফেসবুক লাইভ করে। আর তারপর? ওই যুবককে স্রেফ পুতুলের মত কয়েক হাত দূরে ছুঁড়ে ফেলে হাতি। দেখুন সেই ভিডিও