কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, মোবাইল ফোনে জেটের বিমানের ভিডিও তোলা এবং ‘হ্যাপি বোমা’ ব্যবহার করে সে বিমানটি ছিনতাই করতে চলেছে বলে মেসেজ লেখায় ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আদতে ত্রিসূর জেলার বাসিন্দা ক্লিন্সে ভার্গিস নামে বছর ২৬-এর ওই যুবক মুম্বইয়ের একটি জনপ্রিয় মিউজিক চ্যানেলের অ্যাঙ্কর। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ও তাঁর ২৭ বছরের বন্ধুকে আটক করা হয়েছে।
বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, বিমানে ওঠার জন্য সিঁড়ির কাছে পৌঁছোনোর পর ভিডিও তুলে ভার্গিস মেসেজ লিখছিলেন। তাঁর বন্ধু আগেই বিমানে উঠে পড়েছিলেন। বন্ধুকেও ওই মেসেজ সম্পর্কে জানান ভার্গিস। তাঁর কাজকর্মে সন্দিগ্ধ হয়ে নিরাপত্তা কর্মীরা ভার্গিসকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
ভার্গিসের মুখে ‘হ্যাপি বোমা’-র কথা শুনে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা সিআইএসএফ-কে খবর দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভার্গিস দাবি করেছেন, মুম্বইয়ের এক বন্ধুর সঙ্গে ফেসবুকে চ্যাট করতে নিয়ে নিজের খুশির কথা জানাচ্ছিলেন তিনি।
ভার্গিসের বন্ধুকেও ওই বিমানে চড়তে দেওয়া হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ভার্গিস আপডেট ম্যানিয়াক। ফেসবুকে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।