নয়াদিল্লি: গাজিয়াবাদে পাঁচিল টপকে বায়ুসেনার হিন্ডন বিমান ঘাঁটিতে ঢোকার চেষ্টা এক যুবকের। সন্দেহভাজনকে থামাতে পায়ে গুলি নিরাপত্তারক্ষীদের। ভর্তি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, কাল রাতে বছর পঁচিশের এক যুবক জোর করে বিমান ঘাঁটিতে ঢোকার চেষ্টা করেন। একাধিকবার বারণ করা সত্ত্বেও না শোনায় তাঁকে থামাতে পায়ে গুলি করেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ওই যুবকের চিকিত্সা চলছে। সেই সঙ্গে চলেছে জিজ্ঞাসাবাদও। বায়ুসেনা ও জেলা পুলিশের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।বায়ুসেনা ঘাঁটির হাসপাতালেই তাঁকে ভর্তি করা হয়েছে।
সূত্রের দাবি, পরে জেরায় ওই যুবকের দাবি, তাঁর নাম সুজিত। বাড়ি উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। নিজেকে পেশায় একজন শ্রমিক বলেও দাবি করেন ওই যুবক। কিন্তু, কেন তিনি জোর করে বিমান ঘাঁটির ভিতরে ঢোকার চেষ্টা করেন? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
গতকাল রাত নটা নাগাদ ওই যুবক বায়ুসেনা ঘাঁটিতে ঢোকার চেষ্টা করেন। উল্লেখযোগ্য, এই ঘটনার কিছুক্ষণ আগেই নিরাপত্তা সংস্থাগুলি হিন্ডন বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার সতর্কতা জারি করেছিল। এই সতর্কবার্তার পর নিরাপত্তা জোরদার করা হয়।