বস্তি (উত্তরপ্রদেশ): শেষকৃত্য করার জন্য টাকা নেই। ফিরিয়ে দিয়েছে ব্যাঙ্ক। তাই স্ত্রীর মৃতদেহ ২৪ ঘণ্টা ধরে আগলে বসে রইলেন প্রৌঢ় স্বামী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
খবরে প্রকাশ, উত্তরপ্রদেশের বস্তি জেলার সেক্টর নাইনের বাসিন্দা পেশায় ফল-বিক্রেতা ৬৫ বছরের মুন্নিলালের স্ত্রী ৬২ বছরের ফুলমতী মারণ ক্যানসারে দীর্ঘ রোগভোগের পর সোমবার দুপুরে মারা যান।
স্ত্রীর শেষকৃত্যের জন্য তিনি ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গেলে, সেখানে জানিয়ে দেওয়া হয় মঙ্গলবারের আগে তিনি টাকা পাবেন না।
লাল জানান, অঞ্চলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। সেখানে প্রায় ১৫ হাজার টাকা রয়েছে। লাল জানান, তিনঘণ্টা ধরে ব্যাঙ্কে থাকার পরও, তিনি টাকা পাননি।
তাঁর অভিযোগ, স্ত্রীর মৃত্যুর ঘটনা জানানো সত্ত্বেও ব্যাঙ্কের লোকেরা তাঁর কথায় কর্ণপাত করেননি। লাল জানান, ব্যাঙ্ক মনে করে, যে তিনি মিথ্যে বলছেন।
এই ঘটনা জানাজানি হতেই, ব্যাঙ্কের সামনে প্রতিবাদ ধরনায় বসেন সাধারণ মানুষ। যদিও তাতে কোনও লাভ হয়নি। এরপর স্ত্রীর নিথর দেহকে বাধ্য হয়ে বরফের চাঁইয়ের ওপর রেখে দেন, যাতে তাতে না পচন ধরে।
এখানেই শেষ নয়। মঙ্গলবার, তিনি যখন সকালে ব্যাঙ্কে যান, তখনও তাঁকে টাকা তুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ লালের। এরপর প্রতিবেশীদের মদতে স্থানীয় রাজনৈতিক নেতার সাহায্য নেওয়া হয়। খবর দেওয়া হয় সংবাদমাধ্যমে।
অতঃপর, চাপে পড়ে ব্যাঙ্ক ম্যানেজার তাঁকে নিজের কেবিনে ডেকে দুপুরে ১৫ হাজার টাকা তুলে দেন লালের হাতে। এই প্রেক্ষিতে ব্যাঙ্ক ম্যানেজারের সাফাই, সোমবার ব্যাঙ্কের সব টাকা শেষ হয়ে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে নতুন টাকা আসার পরই তিনি মুন্নিলালকে টাকা দেন।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক এন পি সিংহ।