চেন্নাই: নিজেকে জয়ললিতার ছেলে দাবি করে শোরগোল ফেলে দেওয়া যুবক গ্রেফতার হওয়ার মুখে। জে কৃষ্ণমূর্তি নামে লোকটি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রীর পুত্র হওয়ার আইনি স্বীকৃতি চেয়ে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছেন। নিজের নিরাপত্তাও দাবি করেছেন তিনি। এমনকী প্রয়াত জয়ললিতা ও তেলুগু অভিনেতা শোভন বাবু যথাক্রমে তাঁর মা ও বাবা, এই দাবি করে একটি উইলও আদালতে পেশ করেছেন কৃষ্ণমূর্তি। তাঁর দাবি, ওই উইলে তাঁর 'অভিভাবক' হিসাবে সই আছে ওই দুজনের। কিন্তু পুলিশি তদন্তে উঠে এসেছে যে, সেটি জাল উইল। ফলে কৃষ্ণমূর্তিকে তীব্র তিরস্কার করে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন বিচারপতি আর মহাদেবন। তিনি বলেছেন, আদালতকে শুধু প্রতারণাই করেনি, জাল নথিও বানিয়েছে সে। আইন মোতাবেক পদক্ষেপ করবে পুলিশ।
বেশ কিছুদিন আগে কৃষ্ণমূর্তি যখন আদালতে পিটিশন জমা দেন, তখনই তাঁকে প্রকাশ্যে বকাঝকা করে দাবির সমর্থনে যাবতীয় নথিপত্র চেন্নাইয়ের পুলিশ কমিশনারের হাতে তুলে দিতে বলেছিলেন বিচারপতি, যাতে সেগুলি খতিয়ে দেখা যায়।
আদালতের নির্দেশমতো সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ নথিগুলি খতিয়ে দেখে। নথির মধ্যে ছিল প্রয়াত জয়ললিতা ও শোভন বাবুর ছবি, পাশাপাশি জয়ললিতা, তাঁর রাজনৈতিক গুরু এম জি রামচন্দ্রনের সই। তবে ক্রাইম ব্রাঞ্চ, পুলিস ইনস্পেক্টকরের দেওয়া সিল করা খামে রিপোর্টে সম্ভবত বলা হয়েছে, ছেলেটির আসল বাবা মা তিরুপুরে থাকেন, ফলে তাঁর জয়ললিতার ছেলে হওয়ার দাবি একেবারে মিথ্যা।
ভুয়ো দাবি! পুলিশকে ব্যবস্থা নিতে বলল মাদ্রাজ হাইকোর্ট, জয়ললিতার 'ছেলে' গ্রেফতারির মুখে
Web Desk, ABP Ananda
Updated at:
27 Mar 2017 03:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -